ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শৈলকুপায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম

শৈলকুপায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম

ছবি: সমকাল

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২২ | ০০:১১ | আপডেট: ৩১ জুলাই ২০২২ | ০০:১১

তিন ঘণ্টা পার হলেও ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক কম। থেমে থেমে দুই একজন ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন। তবে প্রিজাইডিং অফিসাররা আশা করছেন গৃহস্থালীর কাজ শেষে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন।

সরেজমিনে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাদের কোনো লাইন নেই। সেখানকার সহকারী প্রিজাইডিং অফিসার মো. ইউসুফ আলী জানান, ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

১০নং বগুড়া ইউনিয়নের কামান্না বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহিদ হোসেন বলেন, এখানে ভোটার সংখ্যা ২ হাজার ২০৪ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৭০টি।

৫নং কাঁচেরকোল ইউনিয়নের বেনীপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটার সংখ্যা ২ হাজার ১৯৪জন। সেখানকার প্রিজাইডিং অফিসার শেখ আব্দুল মান্নান জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে প্রায় ১০০টি।

১৩নং উমেদপুর ইউনিয়নের উমেদপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সাবিনা ইয়াসমিন ও মাসুদুর রহমান জানান, তিন ঘণ্টায় তাদের একটি বুথে ৩০ ও একটি বুথে ৬০ ভোট পড়েছে। একই অবস্থা পৌরসভা সহ ১৪টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে।

তবে দুই প্রার্থীর বাড়ি ৯নং মনোহরপুর ইউনিয়ন, সেখানকার ভোটের চিত্র বেশ ভালো। সেখানে লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষদের ভোট দিতে দেখা গেছে।

ভোটের আগের দিন রাতে ৬নং সরুটিয়া ইউনিয়নে জানিক শেখ নামের এক ব্যক্তি খুন হওয়ায় সেখানকার ভোটারদের মাঝে উদ্বেগ-আতংক দেখা গেছে।

এদিকে আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ জানিয়েছেন, সুষ্ঠভাবে ভোট চলছে। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

অপরদিকে বিদ্রোহী ও দলের বহিষ্কৃত নেতা আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, ‘আমি কেন্দ্রে কেন্দ্রে ঘুরছি, ভোটার উপস্থিতি খুবই কম।’

ঝিনাইদহ পুলিশের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মন দাবি করেন, ভোটের আগে একজন খুন হলেও উপ নির্বাচনে এর প্রভাব পড়বে না। তিনি বলেন, ভোট শেষ হওয়ার আগে ভোটার উপস্থিতি বাড়বে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২৪টি কেন্দ্রে ইভিএমে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

আরও পড়ুন

×