আপত্তিকর ছবি ভাইরালের পর দুই শিক্ষার্থী বহিষ্কার

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ০৪:৪৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ০৪:৪৫
আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর গোপালগঞ্জের একটি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। কোটালীপাড়া উপজেলার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিক্ষার্থীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। তাদের রেখে ক্লাস করতে আপত্তি জানান শিক্ষকরা। এ নিয়ে ম্যানেজিং কমিটির সভা বসলে ছাত্রী তার ছবি বলে স্বীকার করে।
প্রধান শিক্ষক জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হলেও টিসি দেওয়া হয়নি। দুই শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কমিটির সদস্যরা আলোচনা করছেন। তাঁরা সম্মত হয়ে কোনো কিছু জানালে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, দশম শ্রেণির ছাত্রের সঙ্গে নবম শ্রেণির ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন-চার মাস আগে ঘুরতে বের হয়ে তারা ওই দৃশ্য ধারণ করে।
কিছুদিন আগে তাদের সম্পর্ক ভেঙে গেলে ক্ষিপ্ত হয়ে প্রেমিক ফেসবুকে সেটি ছড়িয়ে দেয়। পরে তা ভাইরাল হলে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।