প্রাইভেট পড়তে যাওয়া স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৫:৩৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৫:৩৬
ধর্ষণের শিকার ওই ছাত্রীকে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুল ছাত্রীর স্বজনরা জানায়, রোববার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী খায়রুলের ছেলে সাকিব (১৫) তাকে তার বাসায় ডেকে নেয়। এসময় সাকিবের বাড়িতে কেউ ছিল না। এক পর্যায়ে সাকিব তাকে ধর্ষণ করে। পরে সেখান থেকে পালিয়ে এসে স্কুলছাত্রী এই ঘটনা তার পরিবারের লোকজনকে জানায়।সোমবার সকালে ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালের ওসিসিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।