ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

ফাইল ছবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৫৮ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৫৮

পীরগঞ্জে মা ও বড় ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ছেলের বিরুদ্ধে থানায় এ অভিযোগ দিয়েছেন উপজেলার রায়পুর ইউনিয়নে চানপুর গ্রামের জাহানারা বেগম।

অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাবা আবদুস সাত্তার মারা গেলে তিন ছেলে শাহ আলম মিয়া, সিরাজুল ইসলাম ও মোবাশ্বেরুল ইসলাম ১৭ বিঘা জমি ভাগবাটোয়ারা করে নেন। মায়ের ভরণপোষণের দায়িত্ব বড় ছেলে পালন করলেও ছোট ছেলে সিরাজুল ও মোবাশ্বের দুর্ব্যবহার শুরু করেন। গত ২৫ আগস্ট তারা ঘরে রাখা ধান বিক্রির জন্য ভ্যানে ওঠাতে গেলে মা জাহানারা বেগম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন তারা। মাকে বাঁচাতে বড় ভাই আলম মিয়া ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় আলমকে প্রথমে উপজেলা কমপ্লেক্স, পরে দিনাজপুরের ঘোড়াঘাটে নেওয়া হয়। পরে সিরাজুল ও মোবাশ্বের ৯৯৯ নম্বরে কল দিয়ে থানা থেকে পুলিশ নিয়ে এসে ধান নিয়ে চলে যান। তারা মা ও বড় ভাইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে জাহানারা বেগম তার দুই ছেলের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দেন।

রায়পুরের বিট পুলিশ কর্মকর্তা এসআই মাহবুব জানান, উভয়পক্ষের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×