ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

'আপত্তিকর ছবি ছড়ানোর হুমকিতে' স্কুলছাত্রীর আত্মহত্যা

'আপত্তিকর ছবি ছড়ানোর হুমকিতে' স্কুলছাত্রীর আত্মহত্যা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৬:১৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৬:১৯

চাঁদপুরের কচুয়া পৌরসভার করইশ গ্রামে মঙ্গলবার সুমনা আক্তার শাহনাজ নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পরিবারের দাবি, বিষপান করার পর মঙ্গলবার সকালে তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রীর পরিবারের অভিযোগে আরও জানা যায়, ছাত্রীর অমতে মোবাইলে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়ানোর ভয় দেখায় কড়ইয়া গ্রামের শহীদ মুন্সীর ছেলে ফুয়াদ হাসান রিফাত। এর জেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

সুমনা কচুয়া ক্যামব্রিয়ান স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তার বাবা কচুয়া পৌরসভার এমএলএসএস সুমন হোসেন।

সুমনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত রিফাতের শাস্তি চেয়ে আজ দুপুরে তার সহপাঠীরা বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে। পরে ওসি এ ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দিলে আন্দোলন তুলে নেয় তারা।

কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। পরিবারটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×