ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফেসবুকে হুমকি দিয়ে সাংবাদিককে মারধর

ফেসবুকে হুমকি দিয়ে সাংবাদিককে মারধর

অভিযুক্ত হযরত আলী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১৬:১৬ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ১৬:১৬

সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সবুজ সরকারকে (৩২) মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার সকাল ১১টায় উপজেলা সদরের চালা গ্যারেজের সামনে ঘটে। এ সময় সাংবাদিক পারভেজ আলী ও উজ্জ্বল অধিকারীকে কিলঘুসি দেওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে অভিযুক্ত হযরত আলীকে আটক করে পুলিশ। তিনি সুবর্ণসাড়া গ্রামের আবু বক্কারের ছেলে। পরে দুপুরে মুচলেকায় হযরতকে ছেড়ে দেওয়া হয়। হযরত বেলকুচির পত্রিকার বিক্রয় প্রতিনিধি দৌলত মণ্ডলপুত্র নাবিন মণ্ডলকে মারধরের মামলারও আসামি।

সবুজ অভিযোগ করেন, কয়েক দিন থেকেই ‘বাপ্পী’ নামের নিজের ফেসবুক আইডি থেকে সন্ত্রাসী হযরত তাঁকে কুরুচিপূর্ণ মন্তব্যসহ মারধরের হুমকি দেন। শনিবার সকালে সহকর্মীদের নিয়ে এ ঘটনার প্রতিবাদ করায় তাঁকে মারধর করেন। থানায় অভিযোগ দিলেও কতিপয় সরকারদলীয় লোকজনের মীমাংসার আশ্বাসে সাংবাদিক নেতারা সম্মত হওয়ায় পুলিশ মুচলেকায় হযরতকে ছেড়ে দেয়। 

বেলকুচি থানার ওসি আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে হযরতকে তাৎক্ষণিক আটক করা হয়। মীমাংসার প্রতিশ্রুতিতে স্থানীয়দের অনুরোধে সাংবাদিক নেতারা সম্মত হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্ত হযরত বা তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কাউন্সিলরপুত্র শাহাদত হোসেন মুন্না বলেন, ঘটনাটি তুচ্ছ বিষয় নিয়ে হলেও হযরতকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আর কিছু হবে না।

আরও পড়ুন

×