ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গাজীপুর সিটি নির্বাচন

পোস্টার-বিলবোর্ড সরাতে হবে ১৩ এপ্রিলের মধ্যে

পোস্টার-বিলবোর্ড সরাতে হবে ১৩ এপ্রিলের মধ্যে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১৬:৫৯ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১৬:৫৯

আগামী ২৫ মে হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার সাঁটিয়েছেন ১৩ এপ্রিলের মধ্যে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সই করা এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হয়েছে। সিটি করপোরেশন (নির্বাচন আচরণবিধি) বিধিমালা, ২০১৬ এর ৫ বিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এরপরও গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো এবং দেয়াল লিখন দেখা যাচ্ছে। 

এ ধরনের কার্যক্রম সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সুস্পষ্ট লঙ্ঘন জানিয়ে বিজ্ঞপ্তিতে ১৩ এপ্রিলের মধ্যে এসব সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অপসারণে অনুরোধ জানানো হয়।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান আজ রোববার সন্ধ্যায় বলেন, গাজীপুরের রাস্তাঘাট ও শহর এলাকায় যে যেখানে পেরেছেন, ইচ্ছেমতো ব্যানার-পোস্টার সাঁটিয়েছেন। ১৩ এপ্রিলের মধ্যে এসব অপসারণে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে তা করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ এপ্রিল। ৩০ এপ্রিল তা বাছাই করা হবে। ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর পরদিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

আরও পড়ুন

×