ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নোয়াখালীতে হাসনা মওদুদের ঈদ শুভেচ্ছা

নোয়াখালীতে হাসনা মওদুদের ঈদ শুভেচ্ছা

নোয়াখালী-৫ আসনে মনোয়নপ্রত্যাশী হাসনা জসিম উদদীন মওদুদের ঈদ শুভেচ্ছা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ | ১২:৫৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ | ১২:৫৮

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছো বিনিময় করেছেন। রোববার দুপুরের দিকে উপজেলার বসুরহাট বাজারে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি।  

ঈদুল ফিতর উপলক্ষে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় জনসাধারণের সঙ্গে হাসনা মওদুদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এর আগে তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে নিজ বাড়িতে নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার) দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহারসহ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

হাসনা মওদুদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ জীবিত থাকাকালীন প্রতি ঈদে বাড়িতে এসে পায়ে হেঁটে বসুর হাটে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করতেন। তারই ধারাবাহিকতা অনুযায়ী আমি প্রত্যেক ঈদে বাড়িতে এসে বসুর হাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। অনেক ভালো লেগেছে। মানুষের ভালোবাসায় আমি সিক্ত।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমুখ।  

উল্লেখ্য, হাসনা মওদুদ নোয়াখালী-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোয়নপ্রত্যাশী। 


আরও পড়ুন

×