ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ছোটন বহিষ্কার

কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ছোটন বহিষ্কার

চৌধুরী সেলিম আহমেদ ছোটন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৪:২৪ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১৪:২৪

সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটনকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ছোটনকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিন কার্যদিবসের মধ্যে জবাব না দিলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল।

জানা গেছে, সম্প্রতি কোটালীপাড়ার ইউএনও ফেরদৌস ওয়াহিদের স্বাক্ষরিত চিঠি জাল করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠান চৌধুরী সেলিম আহমেদ ছোটন। বিষয়টি জানাজানি হলে উপজেলায় আলোচনা তৈরি হয়। এ ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশের পর জেলা ছাত্রলীগ তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিল।

এ বিষয়ে চৌধুরী সেলিম আহমেদ ছোটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের কোনো নেতা নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হলে সংগঠন তার দায় নেবে না। এর আগেও ছোটনকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ছোটনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিন দিনের মধ্যে জবাব না দিয়ে সময় চেয়েছিলেন তিনি। তাঁকে সময় না দিয়ে জরুরি সভা ডেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

×