ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সড়ক ঘেঁষে ময়লার স্তূপ

সড়ক ঘেঁষে ময়লার স্তূপ

সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগরে প্রধান সড়কের পাশে ময়লার স্তূপ। ছবিটি বুধবার তোলা -সমকাল

শাহজাহান জনি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৮ জুন ২০২৩ | ১৮:০০

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খাল ভরাট করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুরুত্বপূর্ণ একটি সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা ফেলা
হচ্ছে। পরিবেশ দূষণের কারণে দুর্ভোগে পড়েছে নয়াআটি মুক্তিনগর এলাকার জনসাধারণ। তারা বলছে, বারবার এ বিষয়ে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি।

নয়াআটি মুক্তিনগরের প্রধান সড়ক ঘেঁষে ময়লা ফেলার যে জায়গাটি, সেটি পড়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে। বুধবার সরেজমিন দেখা গেছে, ভয়াবহ দুর্গন্ধের মধ্যে মশা-মাছি উড়ছে। খালপাড়ের প্রধান সড়কটি দিয়ে নানা যানবাহনে যাতায়াত করছে এলাকার লোকজন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িভর্তি ময়লা এনে এখানে ফেলা হয়। কখনও এসব ময়লা উপচে সড়কে ছড়িয়ে পড়ে। এখান দিয়ে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকা ছাত্রছাত্রীরা স্কুল-কলেজে আর শ্রমিকরা পোশাক কারখানায় যান।

স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম বলেন, বাসাবাড়ির ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলার কারণে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। সাম্প্রতিক সময়ে মশা-মাছির উপদ্রব বেড়েছে। শিশুদের মধ্যে নানা রোগ ছড়িয়ে পড়ছে।

ইজিবাইকচালক আব্দুর রহমান বলেন, প্রায়ই পচা পানি সড়কে ছড়িয়ে পড়ে। তখন রিকশা, ইজিবাইকসহ কোনো যানবাহন চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে ওঠে। সপ্তাহখানেক আগে ময়লা পানিতে সড়কটি ডুবে যায়। তখন যানবাহন চলাচল বন্ধ ছিল।

নয়াআটি এলাকার বাসিন্দা মো. অলিউর রহমান ও আদর্শনগরের ব্যবসায়ী মো. নাসির উদ্দিনের ভাষ্য, দুর্গন্ধের কারণে এখান দিয়ে চলাচল করাই কঠিন। এই ভাগাড়ের কারণে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, গত সপ্তাহে ময়লার পানি সড়কে ছড়িয়ে পড়েছিল। পরে বিকল্প ব্যবস্থায় দ্রুত তা নিষ্কাশন করেন। এখানে ময়লা-আবর্জনা না ফেলতে বলেছেন।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল বলেন, ওই জায়গা থেকে ময়লা-আবর্জনা সরানোর বিষয়ে স্থানীয় যে সুপারভাইজার রয়েছেন, তাঁকে ব্যবস্থা নিতে বলবেন।

আরও পড়ুন

×