পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা- সমকাল
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ০৯:৩৩ | আপডেট: ২৬ জুন ২০২৩ | ১১:৩০
ঝালকাঠির নলছিটিতে একটি অটোরিকশা ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন ঢাপর এলাকার ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজাপুর থানার পুটিয়াখালী এলাকার মো. ফিরোজ খানের স্ত্রী মোসাম্মৎ হালিমা বেগম (৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আতাউর রহমান মা-মেয়ে নিহতের তথ্য নিশ্চিত করেছেন।