গাছে ঝুলছিল প্রতিবন্ধী যুবকের মরদেহ

প্রতীকী ছবি
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ০৬:০৩ | আপডেট: ০৯ জুলাই ২০২৩ | ০৬:০৩
ঝালকাঠির নলছিটিতে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় বাবু মৃধা (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার নান্দিকাঠি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাবু মৃধা নান্দিকাঠি এলাকার মো. সেকান্দার আলী মৃধার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
বাবুর বোন জামাই রবিউল জোমাদ্দার জানান, বাবু মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন সময় তাঁকে চিকিৎসা করানো হয়েছে। এরপরও সুস্থ হয়নি। তিনি আগেও একবার গলায় ফাঁস দিতে চেষ্টা করেছিলেন।
রবিউল বলেন, রোববার সকালে তাঁর স্ত্রীর বড় বোন সুমি বাবুর দেহ ঘরের সামনে পুকুর পাড়ে আমগাছের সঙ্গে ঝুলতে দেখে সবাইকে খবর দেন। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর বলেন, মানসিক রোগী বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।