ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টাঙ্গাইল

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ০৭:১৩ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ০৭:৩১

টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে হাত-পা বেঁধে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া চাঁদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- চাঁদেরহাট এলাকার বুলবুল আহমেদ, বাবুল হোসেন, লাবু মিয়া, আসিফ, শফিক আহমেদ ও মোজাম্মেল হক।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে চাঁদের হাট এলাকায় বেড়াতে যান ওই নারী। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ৭-৮ জন তাঁদের পথ আগলে দাঁড়ায়। পরে স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে পাশের একটি গজারি বনে নিয়ে ধর্ষণ করে আসামিরা।

ওসি রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রাতেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×