সখীপুরে জোড়া খুনে আরও ৩ আসামি গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ২৩:৩৩
সখীপুরে জোড়া খুনের মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিণ) উপপরিদর্শক নাফিউল ইসলাম। তিনি জানান, গত ৩ আগস্ট রাতে অভিযান চালিয়ে খুনের মূল পরিকল্পনাকারী মোস্তফা মিয়া ও তার সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করে র্যাব-১৪। সোমবার রাতে গ্রেপ্তার তিনজন হলেন– কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ী বাংলাবাজার এলাকার রহমান ওরফে রকমান, আয়নাল হক ও মজিবর রহমান।
ডিবির উপপরিদর্শক নাফিউল ইসলাম সমকালকে বলেন, জোড়া খুনে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৯ জুলাই রাতে কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ী বাংলাবাজার এলাকায় শাহজালাল (৩৫) ও মজনু মিয়াকে (৪৫) হত্যা করে সড়কে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন নিহত শাহজালালের বাবা আবুল হোসেন।
- বিষয় :
- সখীপুর
- জোড়া খুন
- আসামি গ্রেপ্তার