পুকুর দখলে নিতে আ.লীগ নেতার বিষ প্রয়োগ

পুকুর দখলে নিতে আওয়ামী লীগ নেতার বিষ প্রয়োগ। ছবি: সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ১৩:২৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ | ১৩:২৪
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়াল এলাকায় মৎস্যজীবীদের লিজ নেওয়া পুকুর দখলে নিতে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে। পরে পুকুর থেকে প্রায় ৩০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায় ওই নেতার লোকজন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম সমিতির লোকজনের বিরুদ্ধে মামলাও করেন। পুলিশ পুকুর দেখভালের দায়িত্বে থাকা মৎসজীবীদের দু’জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন– বিয়ালা গ্রামের ইয়াকুব আলী ও আব্দুল আলিম।
ঘটনাস্থলে কথা হয় পুকুর দেখভালের দায়িত্বে থাকা বুলবুল আহম্মেদের সঙ্গে। তিনি বলেন, সকালে শহিদুল পুকুর পাড়ে এসে বলেন, এখান থেকে চলে যা। তা না হলে তোকে মেরে ফেলব। ভয়ে একটু দূরে গিয়ে দাঁড়াতেই দেখি শহিদুল পুকুরের পানিতে বিষ ছিটিয়ে দিচ্ছেন। বিষয়টি সমিতির সভাপতিকে জানাই।
সমিতি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ অক্টোবর বিয়ালা মৌজার ৩.৮৯ একর পুকুরটি ধুনট মৎস্যজীবী সমবায় সমিতিকে লিজ দেন সহকারী কমিশনার (ভূমি)। এর পর সমিতির পক্ষ থেকে বিয়ালা গ্রামের বুলবুল আহম্মেদকে পুকুরটি দেখভালের দায়িত্ব দেওয়া হয়। এদিকে সমিতি লিজ পাওয়ার পর থেকেই মাত্রাই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মাত্রাই ইউপি চেয়ারম্যান আনম শওকত হাবীব তালুকদার লজিকের মদদে পুকুরটি নিজের দখলে নেওয়ার চেষ্টা করেন। গত শুক্রবার চেয়ারম্যানসহ তাঁর লোকজন ওই পুকুরের মাছ ধরতে যান। দুই পক্ষই পুকুর পাড়ে অবস্থান নিলে প্রশাসন এসে তাদের ফেরত পাঠান। পরে চেয়ারম্যানের পরামর্শে শহিদুল ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ তুলে নিয়ে যান। পরে সমিতির লোকজনের নামে থানায় অভিযোগ করেন।
ঘটনাস্থলে কথা হয় মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনম শওকত হাবিব তালুকদার লজিকের সঙ্গে। তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ডিসি অফিসে মিটিংয়ে আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সমিতির সভাপতি মহির উদ্দিন বলেন, খবর পেয়ে সকালে পুকুরে গিয়ে দেখি মাছগুলো লাফঝাঁপ করছে। কিছুক্ষণ পর শহিদুল ও চেয়ারম্যান লজিক লোকজন নিয়ে পুকুর পাড়ে এসে জাল দিয়ে মাছ ধরতে থাকেন। নিষেধ করলে চেয়ারম্যান বলেন, ‘তুই এখনই চলে যা, সন্ধ্যায় পরিষদে দেখা করিস।’ মহির উদ্দিন বলেন, এ ঘটনায় সমিতির ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বলেন, সাবেক সভাপতির কাছ থেকে দেখভালের দায়িত্ব নিয়েছি। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে ওই পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। পুলিশ বাধা দিলে ফিরে আসি। গতকাল গিয়ে মাছ ধরে নিয়ে আসি। তবে বিষ প্রয়োগ করেছে ওরা। সে কারণে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে।
ওই সমিতির সাবেক সভাপতি আব্দুস সাত্তার ফকির শহিদুলকে দেখভালের দায়িত্ব দেওয়ার কথা অস্বীকার করেছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, পুকুরে বিষ দেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি বলেন, দুই পক্ষকে আগেই সমঝোতা করতে বলেছি। কিন্তু মাছ ধরতে বলিনি। বিষ প্রয়োগ ও মাছ ধরার ঘটনা জানতে পেরে ওসিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
- বিষয় :
- জয়পুরহাট
- পুকুর দখল
- বিষ প্রয়োগ
- আওয়ামী লীগ নেতা