কিশোরের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২০:১৩
গাজীপুর মহানগরে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে গাছা থানার উত্তর জাঝর এলাকায় হত্যার শিকার হন রাজীব হোসেন নামের ওই ব্যক্তি।
স্বজনদের ভাষ্য, রাজীব মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের মারধর ও নির্যাতন করতেন। পারিবারিক কলহের জের ধরে রোববার সকালে রাজীবকে চাপাতি দিয়ে এলোপাতারি কোপায় তাঁর ছেলে (১৫)।
পরে গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে রাজীবের মৃত্যু হয়। ঘটনার পর থেকে তাঁর ছেলে পলাতক।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আসে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।