ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রামগতিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

রামগতিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫০

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী রাশেদা বেগম ও শ্বশুর আবুল বাশারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সুমন হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত রাশেদার মা আঙ্গুর বেগম (৪৫)।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

নিহত আবুল বাশার ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় ইটভাটার শ্রমিক। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার। তিনি জানান, স্বামী সুমন তার স্ত্রী রাশেদার বেগমের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই সুমন তার স্ত্রী রাশেদাকে যৌতুকের জন্য মারধর করতেন। বুধবার সন্ধ্যায় সুমন দুইজন লোকসহ মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে আসেন। পরে সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে স্ত্রী রাশেদা, তার বাবা ও মাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাশেদা ও তার বাবা আবুল বাশারের মৃত্যু হয়। রাশেদার মাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।  

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্ণীপুর সদর হাসপতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×