খাবারে চেতনানাশক মিশিয়ে সর্বস্ব লুট

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৭ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৭
ঝালকাঠির নলছিটি উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে একটি দিনমজুর পরিবারের স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে পৌরসভার মালিপুর গ্রামের মো. আলী আজগর তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে পরিবারের চারজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আলী আজগরের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে অসুস্থ অবস্থায় আলী আজগর (৪২), তার স্ত্রী রোকসানা বেগম (৩২), মেয়ে মুনিয়া (১৫) ও মারিয়াকে (১০) উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আলী আজগর জানান, ঘরের আলমারি ও আসবাব তছনছ করে নগদ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, খাবারের সঙ্গে চেতনানাশক জাতীয় কিছু মেশানোয় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গুরুতর দু’জনকে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সবাই শঙ্কামুক্ত বলে জানান তিনি।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ঝালকাঠি
- স্বর্ণালংকার
- বরিশাল
- খাবার