ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্ত্রীর ওপর অভিমানে ২ বছরের শিশুপুত্রকে হত্যা

স্ত্রীর ওপর অভিমানে ২ বছরের শিশুপুত্রকে হত্যা

পুলিশের হাতে গ্রেপ্তার আলী মুন্সী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৩০

সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীর ওপর অভিমানের জেরে ২ বছরের শিশুপুত্রকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার সুবর্ণসাড়া নিশিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দুপুরে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় ওই শিশুর বাবা আলী মুন্সীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আলী মুন্সী তার ২ বছর বয়সী শিশুপুত্র জুবায়ের হোসেনের গলায় গামছা পেচিয়ে হত্যা করেন। এরপর ছেলের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে যান।

তিনি আরও জানান, খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিকেলেই আলীকে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ওই শিশুর মা লিপি খাতুন স্বামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।

আরও পড়ুন

×