নলছিটিতে গরুর মাংস ৫৮০ টাকা কেজি

ম দামে গরুর মাংস বিক্রির খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর এলাকা থেকে মাংস ক্রেতারা ছুটে এসেছেন। ছবি- সমকাল
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ১৭:৩৪
ঝালকাঠির নলছিটিতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি কেজি গরুর মাংস ৫৮০ টাকা দরে বিক্রি করে আলোচনায় এসেছেন উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মো. সাইদুল ইসলাম শামিম নামের এক ব্যবসায়ী।
নলছিটি উপজেলার সকল হাট বাজারে যখন গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৩০-৭৫০ টাকায়। এর তুলনায় অনেক কমদামে সাইদুলের মাংস বিক্রির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানপাশা বাজারে সাইদুল এন্টারপ্রাইজের ওই দোকানের সামনে শত শত ক্রেতা ও উৎসুক জনতার ভিড় দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, কম দামে গরুর মাংস বিক্রির খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর এলাকা থেকে মাংস ক্রেতারা ছুটে এসেছেন এখানে। ক্রয়ের পূর্বে তাদেরকে একটি করে পরিমাণ স্লিপ দেওয়া হচ্ছে। জনপ্রতি আধা কেজি থেকে ২ কেজি পর্যন্ত মাংস নিতে পারছেন ক্রেতারা।
ফয়রা গ্রামের কাঠমিস্ত্রি রফিকুল ইসলাম বলেন, যেখানে সবাই ৭৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছে সেখানে সাইদুল ভাই আমাদেরকে ৫৮০ টাকা কেজি ধরে মাংস বিক্রি করছেন। আমরা রেগুলার বাজারের চেয়ে ১৭০ টাকা কমে মাংস নিতে পারছি।
এ বিষয়ে মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছি। আমরা কম লাভে মাংস বিক্রি করছি। এতে যদি নিম্ন আয়ের মানুষের কিছুটা উপকার হয় তাতেই আমরা খুশি। আমরা রমজান মাসের প্রতি শুক্রবার ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি চালিয়ে যাব।