ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পুড়ে অঙ্গার চালকের পরিবার পেল অটোরিকশা

পুড়ে অঙ্গার চালকের পরিবার পেল অটোরিকশা

পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে তাঁর স্ত্রী নুরান ফাতিমা ও ছোট ভাই খালেদ মাহমুদ নিহত চালকের স্ত্রী রুমি আকতারের হাতে অটোরিকশার চাবি তুলে দেন। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ২২:৪১

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারানো চালকের পরিবারকে একটি অটোরিকশা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। 

সোমবার পররাষ্ট্রমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে এটি বুঝিয়ে দেওয়া হয়। নগরের দেওয়ানজী পুকুরপাড়ের বাসায় মন্ত্রীর স্ত্রী নুরান ফাতিমা ও ছোট ভাই খালেদ মাহমুদ নিহত চালক আবদুস সবুরের স্ত্রী রুমি আকতারের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।

এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, সাতকানিয়ার পশ্চিম ঢেমশার বাসিন্দা সবুরের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা সারাদেশকে নাড়া দিয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার নিঃস্ব হয়ে গেছে। সে জন্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। 

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, সাতকানিয়া উপজেলার ৯ নম্বর পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, ইউপি সদস্য নাছির উদ্দিন এবং নিহতের মা ও দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন।

গত ২৫ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় পুলিশের চেকপোস্ট এড়াতে দ্রুত ইউটার্ন করার চেষ্টা করেন আবদুস সবুর। এ সময় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক এসে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গাড়িতেই পুড়ে মারা যান চালক সবুর। 

আরও পড়ুন

×