ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতীকী ছবি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৪ | ১৭:১৪ | আপডেট: ১২ মে ২০২৪ | ১৮:০০

পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের ছাদে উঠতে গিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে বেলাল হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

বেলাল দাসপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে। সে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার দশম শ্রেণির ছাত্র ছিল।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা সোয়া ১১টায় বেলাল হোসেন ওয়াশরুমের কথা বলে শ্রেণিকক্ষ থেকে বের হয়। পরে সে একটি মই বেয়ে বিদ্যালয়ের ছাদে ওঠে। এ সময় ছাদের ওপর দিয়ে টাঙানো বাউফল পল্লী বিদ্যুতের ৩৩ হাজার সঞ্চালন লাইনে জড়িয়ে বিদ্যুতায়িত হয় বেলাল। এ ঘটনা দেখতে পেয়ে শিক্ষার্থীরা চিৎকার শুরু করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলালের বাবা তাজউদ্দিন জানান, অপরিকল্পিতভাবে টাঙানো বিদ্যুতের তারে তাঁর ছেলের মৃত্যু হয়েছে। কিছুদিন আগেও একইভাবে এক মেয়ে মারা যায়।

এ বিষয়ে বাউফল পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মজিবর রহমান চৌধুরীর জানান, তিনি যোগদানের অনেক আগেই ওই লাইনটি টাঙানো হয়েছে। এটি তাদের গাফিলতি নয়।

আরও পড়ুন

×