ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাড়ি থেকে ডেকে নিয়ে  যুবককে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে  যুবককে হত্যা

প্রতীকী ছবি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ১৪:২৮ | আপডেট: ২৩ জুন ২০২৪ | ১৪:৪১

মৌলভীবাজারের জুড়ীতে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আরমান (২২) নামে এক  যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো, তানভীর আহমদ ওরফে নাইফার মুন্না, তার বাবা ইয়াজ উদ্দিন, চাচা তাজ উদ্দিন এবং জাহাঙ্গীর। 

নিহতের পরিবার ও জুড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে জায়ফর নগর ইউনিয়নের গরের গাও গ্রামের প্রবাসী সুমন আহমদের ছেলে আরমানকে পাশের বাড়ির তানভীর আহমদ ওরফে নাইফার মুন্না ঘুম থেকে ডেকে তুলে বাইরে নিয়ে যায়। পরে তানভীর ও তার সঙ্গে থাকা জাহাঙ্গীর আলম ও ইয়াজ উদ্দিনসহ কয়েকজন মিলে ছুরিকাঘাত করে। আরমানের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমান মিয়াকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করেছে। পূর্ব শত্রুতার জেরে আরমানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন

×