ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বৃক্ষরোপণ করে ‘তিরস্কার’

অভিযোগ থেকে সেই ইউএনওকে অব্যাহতি

অভিযোগ থেকে সেই ইউএনওকে অব্যাহতি

চট্টগ্রামের হাটহাজারীর সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২০:৩৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ | ২২:৪৯

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে ‘তিরস্কার’শাস্তি পেয়ে আলোচিত তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীনকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অসদাচরণের অভিযোগের শাস্তি থেকে তাকে অব্যাহতি দিয়ে গত ১১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণলায়ের গত ৩ এপ্রিলের প্রজ্ঞাপনটি বাতিল করে রুহুল আমিনকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হলো।

রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদ রুহুল আমীন। তিনি বর্তমানে বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে সচিব (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ২০১২ সালে চট্টগ্রাম জেলা প্রশাসনে যোগ দেন বিসিএস ৩০তম ব্যাচের রুহল আমীন। ২০১৯ ও ২০২০ সালে হাটহাজারী উপজেলার সাবেক ইউএনও রুহুল আমীন ও তার স্ত্রী ব্যক্তিগত খরচে বিভিন্ন স্কুল ও সড়কের পাশে ৩০ হাজার বৃক্ষরোপণ করেন। বিষয়টি সে সময় দেশজুড়ে প্রশংসিত হয়। এ কারণে ২০২১ সালে এই দম্পতিকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২০ এর জন্য মনোনীত করা হয়। যদিও পরে তাদের বাদ দিয়ে এ পদক দেওয়া হয় হাটহাজারী উপজেলা পরিষদকে। অথচ উপজেলা পরিষদ কোনো বৃক্ষরোপণই করেনি। এমনকি বৃক্ষরোপণ পদকের জন্য আবেদনও করেনি। তাছাড়া বৃক্ষরোপণের সঙ্গে পরিষদের কোনো সম্পর্কই ছিল না।

এমন পরিস্থিতিতে ২০২২ সালের ২৮ মে রুহুল আমীন পুরস্কারের বিষয়টি বিস্তারিত লিখে পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে দেন। পরবর্তী সময়ে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারে জালিয়াতি’নিয়ে সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। গত ৩ এপ্রিল রুহুল আমীনকে ‘তিরস্কার’করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে রাষ্ট্রপতির কাছে তার ওপর আরোপিত দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×