ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্বাধীন পুলিশ কমিশনসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ চলছে শরীয়তপুরে

স্বাধীন পুলিশ কমিশনসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ চলছে শরীয়তপুরে

শরীয়তপুর পুলিশ লাইনসের সামনে পুলিশ সদস্যদের বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪ | ১৩:৫৩

স্বাধীন পুলিশ কমিশনসহ ১১ দফা দাবিতে শরীয়তপুরে আজও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শরীয়তপুর পুলিশ লাইনসের সামনে এ কর্মসূচি পালন করেন পুলিশ সদস্যরা। এ সময়ে বক্তব্য দেন, এসআই ইব্রাহিম হোসাইন, কনস্টেবল সাকিল খান ও রাজন হোসেন।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের ভাই-বোন, আত্মীয়-স্বজন অংশ নিয়েছে। তাই তারাও এ আন্দোলনের পক্ষে। এখন থেকে তারা আর কোনো দলের পক্ষ হয়ে কাজ করবেন না। এতদিন তারা ঊধ্বতন কর্তাদের নির্দেশে বাধ্য হয়ে দায়িত্ব পালন করেছেন। এখন তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হচ্ছে। তাই নিজেদের জীবনের নিরাপত্তা ও সহকর্মী হত্যার বিচারসহ কয়েকটি দাবি পূরণ না হলে কাজে ফিরবেন বলে জানান তারা। 

পুলিশ সদস্যদের দাবিগুলো হলো– আন্দোলনে যেসব পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে তার বিচার, পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের সুযোগ, আট ঘণ্টা ডিউটি, ঊর্ধ্বতন কর্মকর্তার যেভাবে দ্রুত পদোন্নতি হয়, সেইভাবে তাদেরও পদোন্নতির ব্যবস্থা, ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন, অফিসারের মতো কনস্টেবলের সোর্স মানির ব্যবস্থা, প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে টিএ-ডিএ বিল, ঝুঁকিভাতা বৃদ্ধি ও পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলির ব্যবস্থা করতে হবে।

 উল্লেখ্য ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত রোববার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর দেশের নানা জায়গায় থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যা করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে দেশের বেশ কয়েকটি থানাসহ অন্যান্য কার্যালয় থেকে পুলিশ সদস্যরা চলে যান। এরপর থেকে পুলিশের ইন্সপেক্টর থেকে অধস্তন 
 

আরও পড়ুন

×