ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

কাপ্তাই বাঁধ
রাঙামাটি অফিস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ২১:৩৫
৬ ঘণ্টা বন্ধ রাখার পর রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও খুলে পানি ছেড়ে দেওয়া হয়েছে। রাত ৮টার দিকে বিদ্যুকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এবার প্রতিটি জলকপাট দিয়ে ৪ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে। এর আগে রোববার সকাল ৮টা থেকে সবকটি জলকপাট ছেড়ে দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়ার পর পানির চাপ না থাকায় দুপুর ২টায় বন্ধ করা হয়।
কর্ণফুলী পানি বিদ্যু কেন্দ্রের ব্যবস্থাপক আরও জানান, রোববার সন্ধ্যা ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৬০ ফুট মীনস সি লেভেল। বিকেলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আরেও বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৬টি জলকপাট থেকে পানি ছাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।