রাজশাহীতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

রাজশাহী নগরীর আলুপট্টিতে জাতীয় সংগীত পরিবেশন (ছবি- শরিফুল ইসলাম তোতা)
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৪৫ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:১৬
রাজশাহীতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার বেলা ১১টায় নগরীর আলুপট্রি চত্বরে বিভিন্ন সংগীত বিদ্যালয়সহ সর্বস্তরের মানুষের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা বলেন, জাতীয় সংগীত পরিবর্তনের মতো কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না। জাতীয় সংগীত আমাদের প্রাণের স্পন্দন, আবেগ অনুভূতি। জাতীয় সংগীত পরিবর্তনের কথা না ভেবে দেশে সংস্কার করার মতো অনেক কিছু আছে সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার দরকার।
- বিষয় :
- জাতীয় সঙ্গীত