ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাভারে রাতের আঁধারে মাজারে হামলা 

সাভারে রাতের আঁধারে মাজারে হামলা 

ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ০১:৪৮

সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মাওলানা কাজী আফসার উদ্দিন বাবার মাজার শরীফে  রাতের আঁধারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার রাত ৯টার দিকে হামলা চলাকালে ওই বাড়ির নারী পুরুষরা ফেইসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানালে ঘটনাটি সামাজিক যোগাোযগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারা চিৎকার করে বারবার পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চায়। কিন্তু রাত ১২টা পর্যন্ত সেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যায়নি বলে এলাকাবাসী জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে দুটি গ্রুপ হয়ে যায়। পরে দুই গ্রুপের মধ্যে চলছে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। 

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া সমকালকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেনাবাহিনীকেও বিষয়টি অবগত করা হয়েছে। 

আরও পড়ুন

×