ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঋণ পরিশোধে চাপ, দিনমজুরের ‘আত্মহত্যা’

ঋণ পরিশোধে চাপ, দিনমজুরের ‘আত্মহত্যা’

ফাইল ছবি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪ | ১৯:১২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঋণ পরিশোধে চাপ দেওয়ায় নুরুজ্জামান নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা (গাংপাড়া) গ্রামের নিজ বাড়ির পেছনে গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

চিনাহালা গ্রামের বারেক মেস্তরির ছেলে নুরুজ্জামান। তাঁর তিন সন্তান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে নুরুজ্জামান ঋণগ্রস্ত। সুদের টাকা না দিতে পারায় হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিহত নুরুজ্জামানের বাবা বারেক মেস্তরি বলেন, ‘আমার ছেলে ঋণের দায়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে কারা যেন তাকে বাড়ি আসার পথে আটকিয়ে ঋণের টাকার জন্য চাপ দিয়েছে। টাকা দিতে না পারায় এমন মৃত্যুর পথ বেছে নিয়েছে বলে ধারণা করছি।’

কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নেত্রকোনা সরকারি হাসপাতাল মর্গে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×