ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অভয়ারণ্যে ফিরল বিলুপ্ত প্রজাতির বাজ

অভয়ারণ্যে ফিরল বিলুপ্ত প্রজাতির বাজ

ছবি: সমকাল

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪ | ১৯:১১

অধিকাংশ মানুষ যখন লোকালয়ে আসা বন্যপ্রাণীদের বেপরোয়া নিধনে অভ্যস্ত; তখন গোয়াইনঘাটের জাফলং এলাকার বাসিন্দারা দিলেন ভিন্ন বার্তা। মানুষ যখন মানবিক হয় তখন অরণ্যের বন্যপ্রাণীও পায় নিরাপদ আশ্রয়। নিশ্চিন্তে ফিরতে পারে আপন নীড়ে।

শুক্রবার বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শিকারি বাজপাখিকে উদ্ধারের পর নিরাপদে অভায়রণ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে সেই বার্তা দিয়েছেন স্থানীয়রা। এদিন সকালে উপজেলার মামার বাজার এলাকার সমাজকল্যাণ যুবসংঘের সহসভাপতি ইসমাইল আলীর বাড়ির একটি কলাগাছ থেকে বাজপাখিটিকে উদ্ধার করেন এলাকাবাসী। তাদের পক্ষ থেকে নিরাপদে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন ইসমাইল। পরে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা পাখিটিকে বনে অবমুক্ত করেন।

ইসমাইল আলী জানান, সকালে বাড়ির পাশের কলাগাছে বাজপাখিটি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সেটিকে উদ্ধার করে জাফলং বনবিট কর্মকর্তাদের জানানো হয়। পরে তাদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়। 

জাফলং বনবিট কর্মকর্তা ইকবাল হোসেন জানান, উদ্ধার করা পাখিটি বিলুপ্তপ্রায় প্রজাতির বাজপাখি। সেটি জাফলং বনবিট এলাকায় অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×