ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট: টুকু

আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট: টুকু

সিরাজগঞ্জের গয়লা ঈদগাহ মাঠে শুক্রবার বিকেলে বিএনপি'র কমিটির সদস্য আবেগ বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪ | ১৮:২৫

আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আওয়ামী সরকারের চরিত্র জনগণ বুঝে গেছে। নানা অনিয়ম দুর্নীতি করে স্বৈরচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর কোনো দেশই তাঁকে আর আশ্রয় দিচ্ছে না। আওয়ামী লীগ সরকার চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট, এটার পরিচয় পাওয়া গেছে। আওয়ামী লীগ নেতাদের অত্যাচারে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৯ নং ওয়ার্ড বিএনপি ও পৌর শাখার আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলমের সঞ্চালনায় ও সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়ার সভাপতিতে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 
সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম. রকিবুল হাসান রতন, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, যুগ্ম- সম্পাদক ভিপি শামীম, রজেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুর জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আব্দুল আল কায়েস, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজসহ অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জের ৩ শহীদ পরিবারকে বিএনপিনেতা টুকুর ব্যক্তিগত উদ্যোগে ১ লাখ টাকা করে দেওয়া হয়।

আরও পড়ুন

×