ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কর্ণফুলীতে গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ

কর্ণফুলীতে গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ

নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মীরা

রাঙামাটি অফিস ও কাপ্তাই প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ | ০৪:৫৮

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দু’জন প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। তারা সম্পর্কে মাসতুতো ভাই। শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রামের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের নাতি।

ঘটনার বর্ণনা দিয়ে নিখোঁজের সঙ্গে থাকা বন্ধু সালমান আহমেদ জানায়, তারা ৯ জন একসঙ্গে চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে নৌকায় কাপ্তাই ভ্রমণে যায়। কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৪ জন গোসলে নামে। এ সময় দু’জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কাপ্তাই থানার ওসি মো. মাসুদ বলেন, নিখোঁজ দুই কিশোরকে সম্ভাব্য স্থানে উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে। 
 

আরও পড়ুন

×