ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাবি শিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

রাবি শিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

মোস্তাকুর রহমান জাহিদ ও মুজাহিদ ফয়সাল

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ১৮:০১ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ | ১৮:০৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন মুজাহিদ ফয়সাল।

ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় শিবিরের নিজস্ব ওয়েলফেয়ার সেন্টারে মঙ্গলবার সকাল ১০টায় সদস্য সমাবেশ শুরু হয়। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‌। তিনি ২০২৪-২৫ সেশনের কমিটি ঘোষণা করেন।

শিবির সূত্রে জানা যায়, সদস্য সমাবেশে শাখা শিবিরের সভাপতি পদের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। এতে মোস্তাকুর রহমান সভাপতি নির্বাচিত হন। পরে সভাপতির পছন্দ অনুযায়ী মুজাহিদ ফয়সালকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। তিনি শাখা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি এর আগে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সদস্য সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ। 

আরও পড়ুন

×