তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

তীব্র শীতে পানিতে নেমে পাথর তুলছেন শ্রমিকরা। ছবি-সমকাল
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ১৩:৩৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ | ১৬:৪৮
ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরের উপজেলা তেঁতুলিয়া। সেইসঙ্গে অঞ্চলটিতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।
বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রয়োজনের বাইরে ঘর থেকে অনেকে বের না হলেও জীবিকার তাগিদে ছোট যানবাহন গুলোকে শীতে ঝুঁকি নিয়ে কাজে যেতে দেখা গেছে। কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষরা। তারা বলছেন, শীতের কারণে পরিবারে কারও না কারও জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ লেগেই আছে। এদিকে আয় রোজগার কম, আরেক দিকে রোগের চিকিৎসা, সবমিলিয়ে আমরা বিপাকে আছি।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, দুই দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে অবস্থান করছে। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
- বিষয় :
- শীত
- শৈত্যপ্রবাহ