ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হালুয়াঘাটে ৬৫০ টাকায় মিলছে গরুর মাংস, খুশি ক্রেতারা

হালুয়াঘাটে ৬৫০ টাকায় মিলছে গরুর মাংস, খুশি ক্রেতারা

ছবি: সমকাল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫ | ২২:০৫

ময়মনসিংহের হালুয়াঘাটে পবিত্র রমজান উপলক্ষ্যে স্বল্পআয়ের মানুষদের জন্য সুলভ মূল্যে সবজি, ডিম ও গরুর মাংস বিক্রির হাটের উদ্বোধন করা হয়েছে। এতে ৬৫০ টাকায় ১ কেজি গরুর মাংস এবং ১১০ টাকায় ১ ডজন ডিম ও ২৫ টাকায় শসা ও ২০ টাকায় টমেটোসহ অন্যান্য সবজি কিনতে পারায় খুশি ক্রেতারা।

শুক্রবার ১০টার দিকে উপজেলার জয়িতা মহিলা মার্কেট চত্বরে এই হাট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান। 

স্বল্পমূল্যের এই হাট ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড়। লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ৬৫০ টাকা দরে মাংস কিনছেন ক্রেতারা। 

ক্রেতারা জানান, স্থানীয় বাজারে গরুর মাংস ৭০০-৭৫০ টাকা ও প্রতি ডজন ডিম খুচরা বাজারে ১৩৫-১৪০ টাকায়, সবজি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এখানে তারা কিছুটা কম দামে পাচ্ছেন। এতে ১০০-৩০০ টাকা সাশ্রয় হচ্ছে তাদের।

বাজারে গরুর মাংস নিতে আসা আশরাফ আলী বলেন, সাধারণ বাজারের চেয়ে মাংস ১৫০ টাকা কমে পাচ্ছি। এট আমাদের মতো গরিবের জন্য অনেক কিছু। আমরা অনেক খুশি।

বাজারে আসা দিলরুবা নামে এক নারী ক্রেতা জানান, আমার বাড়ি শহর থেকে ২৫ কিলোমিটার দূরে। আজ শহরে অন্য কাজে আসছিলাম। এখানে মাংসের দাম কম থাকায় ১ কেজি গরুর মাংস নিলাম। তবে এই বাজার ইউনিয়ন পর্যায়ে দেওয়া হলে মানুষের আরো উপকার হতো।

জহিরুল নামের আরেক ক্রেতা বলেন, বাজারের দামের চেয়ে কিছুটা দাম কম, মূল্য আরো কমানো হলে ভালো হয়। তবে এই ধরনের উদ্যোগ অন্য বাজারগুলোতে ব্যবসায়ীরা নিলে সাধারণ মানুষের অনেক উপকার হতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষকে বাজার থেকে কিছুটা কমমূল্যে গরুর মাংস ও ডিম কেনার সুযোগ দিতেই এই উদ্যোগ। মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×