সড়কে লাশ রেখে স্বজনদের বিক্ষোভ

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ২৩:৫৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ | ০২:৩৮
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় আবুল লাল (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ তুলে দোষীদের বিচার দাবিতে সড়কে লাশ রেখে বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয়রা। গতকাল শনিবার বিকেলে মদনপুর-গাজীপুর বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
আবুল লালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি মদনপুর চানপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। আবুলের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে।
বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মুজাহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে আবুল লালের সঙ্গে স্থানীয় মাহবুব নামের এক ব্যক্তির টাকাপয়সা লেনদেন ও দোকানের জায়গা নিয়ে বিরোধের কারণে ঝগড়া হয়। এর জেরে রাগে-ক্ষোভে বিষ পান করেন আবুল। পরে স্বজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনের কাছে হস্তান্তর করে। স্বজন লাশ বাসায় নিয়ে গোসল করান। এক পর্যায়ে তারা আবুলকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মদনপুর ফুট ওভারব্রিজের নিচে লাশ রেখে সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা সড়কটি বন্ধ করে রাখায় দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
নিহতের স্বজনের দাবি, আবুল লালকে মারধর করে বিষ খেতে বাধ্য করেছে প্রতিপক্ষের লোকজন।
তবে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা ধামগর ফাঁড়ির এসআই শরিফ হোসেন সমকালকে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিছু পুরোনো দাগ রয়েছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- মরদেহ
- বিক্ষোভ