নড়াইলে হকার্স মার্কেটে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ
সড়ক প্রশস্তকরণ ও ফোর লেন প্রকল্পে

নড়াইল শহরের রূপগঞ্জ হকার্স মার্কেটে দোকান উচ্ছেদ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫ | ১৭:৩১ | আপডেট: ১৪ মে ২০২৫ | ১৭:৩২
নড়াইল শহরের রূপগঞ্জ হকার্স মার্কেটের অর্ধশতাধিক টিনসেড দোকান উচ্ছেদ করা হয়েছে। শহরে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশে গড়ে ওঠা এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপ-নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী প্রমুখ। এ সময় সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছরের ৩ সেপ্টেম্বর ও ২৩ অক্টোবর ফোর লেন প্রকল্প বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়। সে সময় নড়াইল পৌরসভা ও জেলা পরিষদসহ ৫টি মার্কেটের পৌনে ২ শ দোকান ঘর, কয়েকটি বাউন্ডারি ওয়াল ও ১২টি টিনসেড দোকান এবং ৩০টির বেশি ফুটপাতের কাঁচা অস্থায়ী ঘর উচ্ছেদ করা হয়।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কের অংশ হিসেবে মালিবাগ থেকে শহরের ভেতর দিয়ে সীতারামপুর পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ২০২২ সাল থেকে শুরু হয়েছে। ১শ ৭৯ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সড়ক বিভাগের পক্ষে কাজটি তদারকি করছে সেনাবাহিনী।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র সরকার জানান, রূপগঞ্জ এলাকায় হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মালামাল ও দোকান সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। তারা এতে কর্ণপাত না করায় অর্ধশতাধিক অস্থায়ী টিনসেড দোকান উচ্ছেদ করা হয়েছে। এ পর্যন্ত ফোর লেন প্রকল্পের প্রায় ৮৫-৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- উচ্ছেদ অভিযান
- সড়ক পরিবহন মন্ত্রণালয়