জিয়া স্মৃতি জাদুঘর পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর হবে: সংস্কৃতি উপদেষ্টা

চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ মে ২০২৫ | ০০:১৩
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘জিয়া স্মৃতি জাদুঘর গত ১৬ বছর অবহেলিত ছিল। এর বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। শুধু বরাদ্দ বাড়ানো গুরুত্বপূর্ণ নয়; এটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর করা হবে।’
সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা দিনভর চট্টগ্রামে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি। সংবাদ সম্মেলনে বিষয়বস্তুর মধ্যে প্রশ্ন সীমিত রাখতে সাংবাদিকদের অনুরোধ করেন।
জিয়া স্মৃতি জাদুঘর ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এ জাদুঘরের জন্য উপযুক্ত কিউরেটর প্রয়োজন। এখানে শুধু চট্টগ্রাম পর্ব না, জিয়াউর রহমানের পুরো জীবন থাকবে। কিউরেশন টিম আমরা তৈরি করছি। পাশাপাশি তাদের সহযোগিতার জন্য একটি রিসার্চ টিম করব। তারপর সংস্কার করা হবে।’
জিয়া স্মৃতি জাদুঘরের সামনের মাঠে হাসপাতাল নির্মাণ বন্ধের দাবি প্রসঙ্গে ফারুকী বলেন, ‘এটি প্রধান উপদেষ্টা জানেন। এটি নিয়ে ঠিক জায়গায় যেন আলোচনার একটা রাস্তা শুরু হয়, সেটি বলব।’ জুলাই স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জুলাই স্মৃতি জাদুঘরের একটি কেন্দ্রীয় কাজ করছি। সেখানে চট্টগ্রামও প্রতিফলিত হবে। আস্তে আস্তে বিভাগীয় শহরেও কাজগুলো যাবে।’
জব্বারের বলীখেলা ও সাম্পান বাইচে যুক্ত হবে মন্ত্রণালয়: চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলা ও সাম্পান বাইচে আগামী বছর থেকে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে বলেও জানান উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নতুন কুঁড়ি অনুষ্ঠান চালু করা নিয়ে শিক্ষা ও তথ্য উপদেষ্টার সঙ্গে কয়েকবার আলোচনা করেছি। এটি চালু হলে একটা প্রভাব পড়বে।’
এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, জব্বারের বলীখেলার প্রধান রেফারি হাফিজুর রহমান ও চট্টগ্রাম ইতিহাস-সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান উপস্থিত ছিলেন।