নদীর স্রোতে ভেসে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দল নদীর স্রোতে ভেসে যাওয়া তড়িৎ চাকমার মরদেহটি উদ্ধার করে
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ: ৩১ মে ২০২৫ | ১৪:৫২
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে মাইনি নদীর স্রোতে ভেসে যাওয়া তড়িৎ চাকমা (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৭টা ১০ মিনিটে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহ দীঘিনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত তড়িৎ চাকমা কেতুচন্দ্র কারবারি পাড়ার মৃত নন্দলাল চাকমার ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা বলেন, শুক্রবার (৩০ মে) সকালে দীঘিনালার মাইনী নদীর বাবুছড়া অংশে লাকড়ি সংগ্রহে আসা তড়িৎ চাকমা প্রবল স্রোতে তলিয়ে যান। পরে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার