আদমদীঘিতে সড়কের পাশে পড়ে ছিল যুবকের লাশ

প্রতীকী ছবি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১২:৪৫
আদমদীঘির সান্তাহার-নাটোর সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সান্তাহার-নাটোর সড়কের সাইলোর পশ্চিম পাশে মালশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত ভোর রাতে সড়কের পাশে যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সকালে ওই স্থান থেকে লাশ উদ্ধার করে পুলিশ সদস্যরা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, পিবিআইয়ের টিম এসে লাশ শনাক্ত করার পর তার পরিচয় পাওয়া যেতে পারে। এছাড়া যুবকটি দুর্ঘটনায় নিহত না হত্যা করা হয়েছে- তার পরিচয় মিললে পরিবারের কাছ থেকে জানা যাবে।
- বিষয় :
- বগুড়া
- আদমদীঘি
- অজ্ঞাত মরদেহ উদ্ধার
- লাশ উদ্ধার