ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

নাছির উদ্দিন আহমেদ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ২৩:০০

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় তার মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গত বছর ঢাকার কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, নাসির আহমেদ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা কদমতলী থানায় মামলা আছে বলে জানতে পেরেছি। তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। মামলা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×