শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন দুই মেয়ে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তে শেষবার মায়ের মুখ দেখলেন দুই মেয়ে
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ২১:১৫ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ২১:৩৬
সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো মাকে দেখলেন বাংলাদেশে বসবাসকারী দুই মেয়ে। এ সময় কাফনে মোড়ানো মায়ের মুখটা দেখে শুরু হয় মেয়েদের আহাজারি। এতে পুরো পরিবেশটাই ভারি হয়ে ওঠে। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তে এমন ঘটনা ঘটে।
বাংলাদেশি দুই মেয়ের আকুতিতে ভারতে বসবাসরত মায়ের মরদেহ দেখার সুযোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি জানায়, ভারতের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রামের লোজিনা বেগম সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার ৪ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। তার মধ্যে বিয়েসূত্রে দুই মেয়ে বরকতি বেগম ও কুলসুম বেগম বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়পুর গ্রামে স্বামী-সন্তান নিয়ে তারা বসবাস করছেন।
লোজিনা বেগমের মৃত্যুর খবর পেয়ে ওই দুই মেয়ে বিজিবির কাছে সীমান্তে দাঁড়িয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখার অনুমতি চান। বিষয়টি জানার পর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) জগন্নাথপুর বিওপি এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প যৌথভাবে সীমান্তের শূন্যরেখায় মাকে দেখার সুযোগ করে দেয়। আজ সকাল সাড়ে ৯টায় সীমান্তের মেইন পিলার ৯৬/৮-এস এর শূন্যরেখায় দু'দেশ থেকে স্বজনরা হাজির হন। সেখানে শেষবারের মতো মায়ের মুখ দেখেন দুই মেয়ে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুর হাসান জানান, সীমান্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মানবিক বিষয়েও বিজিবি সর্বদা আন্তরিক। এ ধরনের কার্যক্রম পারস্পরিক আস্থা, ভ্রাতৃত্ববোধ ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- বিজিবি
- বিএসএফ