ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

রেল লাইনে বসে থাকা ব‌্যক্তি ট্রেনে দ্বিখণ্ডিত

রেল লাইনে বসে থাকা ব‌্যক্তি ট্রেনে দ্বিখণ্ডিত

প্রতীকী

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০৯ জুন ২০২৫ | ১১:১১

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপর্য়ি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে অপরিচিত এক ব্যক্তি রেল লাইনের উপরে বসে ছিলেন। স্থানীয়রা চিৎকার দিয়ে তাকে রেল লাইন থেকে সরে যেতে বলেন। কিন্তিু তিনি শুনতে পাননি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরনে লাল গেঞ্জি এবং লুঙ্গি ছিল।

প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ বলেন, ভোরে ওই ব্যক্তি রেল লাইনে বসে ছিলেন। ট্রেন আসতে দেখে আমরা তাকে চিৎকার দিয়ে ডাকাডাকি করলে তিনি শুনতে পাননি। এ সময় দ্রুত গতির ট্রেনে দুই খণ্ড হয়ে যান।

আক্কেলপুর রেল স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে এ  ঘটনা ঘটতে পারে। 

সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, হলহলিয়া রেল ব্রিজ এলাকায় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। লাশটি উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

×