পতাকা বৈঠকের মাধ্যমে ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ফেরত দেওয়া তিন বাংলাদেশি। ছবি: সমকাল
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫ | ০৩:৪৩
সীমান্তে আটক তিন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৯ জুন) সকালে বাংলাদেশ ভারত সীমান্তের ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। দুপুরে বিজিবি তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
ফেরত দেওয়া তিনজন হলেন- দিনাজপুরের বিরল উপজেলার চাপাই গ্রামের সজীব চন্দ্রের ছেলে স্বদেশ চন্দ্র(২৫), একই গ্রামের প্রয়াত কান্দুরার ছেলে দিলীপ চন্দ্র রায় (৩৫) এবং খট শিবপুর গ্রামের বাবুল চন্দ্রের ছেলে দুর্জয় চন্দ্র চন্দ্র(২০)।
বিজিবির বৈরচুনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃতরা বেশ কিছুদিন ধরে ভারতে অবস্থান করছিল। সোমবার ভোরে তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের বামর ক্যাম্পের বিএসএফ সদস্যেরা তাদের আটক করে। পরে এ নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বৈরচুনা সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি।
- বিষয় :
- ঠাকুরগাঁও