পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ সাতজনকে পুশইন

পুশইনের শিকার শিশুসহ সাত নারী-পুরুষ
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৯:২৮
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানো হয়। ওই সীমান্তের বিজিবি ও স্থানীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৭ নম্বরের বাংলাদেশের শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট সীমান্ত ও বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের পানিশালা সীমান্ত। এ সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের সদস্যরা তিনজন শিশু, দু’জন নারী ও দু’জন পুরুষকে পুশইন করে।
আটকরা হলেন, বজলার রহমানের ছেলে আনারুল ইসলাম (৪২), তার স্ত্রী রোজিনা খাতুন (৩৬), ছেলে আব্দুর রশিদ (২২), মেয়ে আরফিনা খাতুন (১৮), ছেলে মুসা (৯), মেয়ে মারিয়াম (৫) ও ছোট ছেলে আল আমিন (২) ।
বাংলাদেশের এক কিলোমিটারের ভেতরে আউলিয়ারহাট বাজারে শিশুদের নিয়ে পুশইনের শিকার নারী ও পুরুষেরা এলোমেলোভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে সীমান্তের বাংলাদেশ অংশে নিয়ে যায়। উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি-বিএসএফ) সর্তক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার হাফিজুল ইসলাম হাফিজ পুশইনের সত্যতা নিশ্চিত করেছেন।