বিএনপির কর্মীকে হাতুড়িপেটার অভিযোগ

ফাইল ছবি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৫ | ২২:১২
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লার বিরুদ্ধে নিজ দলের কর্মীকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। গত সোমবারের এ ঘটনায় বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নজরুল ইসলাম বাচ্চু। তিনি পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক বলে দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মজিবর রহমানের নেতৃত্বে মোশারফ হোসেন বেপারি, শিখর মোল্লা, রাজীব মোল্লা, আকবর, রানাসহ কয়েকজন এলাকায় নানা অপকর্ম করে আসছে। সম্প্রতি এ সব অপকর্মের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় নজরুলের প্রতি ক্ষিপ্ত ছিলেন মজিবর। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর মাইটকোড়া গ্রামে একটি গানের অনুষ্ঠানে মজিবরের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়।
অভিযোগ অস্বীকার করে মজিবর বলেন, সেদিন অন্য এক নেতার সঙ্গে নজরুলের হাতাহাতি হয়েছিল। আমি না ঠেকানোয় আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
- বিষয় :
- রাজবাড়ী