পাটুরিয়া ও আরিচা ঘাটে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়

.
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১৬:২৮ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ১৬:৪৫
ঈদ শেষে পাটুরিয়া ও আরিচা ঘাটে ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফেরিতে গাদাগাদি করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে আসছেন কর্মস্থলে ফেরা যাত্রীরা। তবে অন্যান্য দিনের তুলনায় শনিবার যাত্রীদের ভিড় ছিল কম।
শনিবার সকালে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় ঘুরে দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী শত শত মানুষ পরিবার পরিজন নিয়ে ফেরি ও লঞ্চে গাদাগাদি করে নদী পারি দিয়ে পাটুরিয়া ঘাটে আসছেন। যাত্রীরা পাটুরিয়া ঘাটে এসে ঢাকায় যাওয়ার বাস না পেয়ে স্বাভাবিক সময়ের চেয়ে জনপ্রতি দেড়শ'-দুইশ' টাকা করে ভাড়া বেশি দিয়ে গাদাগাদি করে ঢাকায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
এদিকে কয়েকজন বাসচালক বলেন, ‘মালিক সমিতির নামে নীলাচল পরিবহনের পাটুরিয়া ঘাট সুপারভাইজার জসিম খান, বাবু শেখ, শিপন খান, সেলফি বাসের সুলতান আহম্মেদ, শুভ যাত্রার তুহিনের নেতৃত্বে ১৫-১৬ জন যুবক প্রতিটি বাস থেকে ৩০০-৪০০ টাকা করে চাঁদা নিচ্ছেন।’ এ ব্যাপারে সুলতান আহম্মেদ ও জসিম খান বলেন, ‘বাস ষ্টাফদের খরচ বাবদ কিছু চাঁদা নেওয়া হচ্ছে।’
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস ছালাম বলেন, ‘সকাল থেকেই ঢাকায় ফেরা যাত্রীদের পাটুরিয়া ও অরিচা ঘাটে উপচে পড়া ভিড় পড়েছে।’ ওসি মো. কামাল হোসেন বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- পাটুরিয়া
- আরিচা
- ঈদুল আজহা ২০২৫
- ঈদযাত্রা