ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

আলীকদমে ২ পর্যটকের মৃত্যুর ঘটনায় ‘ট্যুর এক্সপার্টের’ বর্ষা গ্রেপ্তার

আলীকদমে ২ পর্যটকের মৃত্যুর ঘটনায় ‘ট্যুর এক্সপার্টের’ বর্ষা গ্রেপ্তার

বর্ষা ইসলাম বৃষ্টি

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ২০:৫৬ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ২১:১৬

বান্দরবানের আলীকদমে ২ পর্যটকের মৃত্যু ও ১ জন নিখোঁজের ঘটনায় ‘ট্যুর এক্সপার্ট’ নামক গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পর্যটকদের নিয়ে ক্রিস্টং ও রংরাং পাহাড় ভ্রমণ শেষে আলীকদম ফিরে আসার পর বাজার থেকে শুক্রবার সন্ধ্যায় আলীকদম থানা পুলিশ তাকে আটক করে। পরে শনিবার তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বর্ষা ইসলাম যশোরের চৌগাছা থানার জগদীশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আড়পাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তার স্বামীর বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার ২নং ওয়ার্ডের বদরখালী গ্রামে।

এর আগে গত ১২ ও ১৩ জুন আলীকদম থেকে স্মৃতি আক্তার ও শেখ জুবাইরুল ইসলাম নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আর হাসান চৌধুরী শুভ নামে এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। দুই পর্যটক মৃত্যুর ঘটনায় আলীকদম থানায় করা মামলায় বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করে পুলিশ।

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন সমকালকে জানান, বর্ষার বিরুদ্ধে মামলা করেন নিহত স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, ‘ট্যুর এক্সপার্ট’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলামের আহ্বানে গত ৮ জুন রাতে ৩৩ সদস্যের একটি দল ঢাকা থেকে বান্দরবানে পাহাড়ে যাওয়ার জন্য রওনা দেয়। গত ১০ জুন বর্ষা ইসলামসহ ১২ সদস্য ও একজন লোকাল গাইড আন্ধারমানিক ট্রেইলের দিকে অগ্রসর হন। অপরদিকে স্মৃতি আক্তারসহ ২০ জনকে পাহাড় সম্পর্কে অনভিজ্ঞ এক ব্যক্তির তত্ত্ববধানে আলীকদমে ফেরত পাঠানো হয়। ১১ জুন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১২ ও ১৩ জুন স্মৃতি ও জুবাইরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী এখনও নিখোঁজ।

পুলিশ জানায়, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়ার সতর্কতা এবং প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণ আয়োজনের ফলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার মামলায় বর্ষা ইসলামসহ সংশ্লিষ্টদের গাফিলতিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।

আরও পড়ুন

×