ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

পিকনিকের নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

পিকনিকের নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

সুজন মিয়া

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ০৫:২৬

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পড়ে সুজন মিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার গোড়াই এলাকার মইশালপাড়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

সুজন মিয়া গোড়াই মইশালপাড়া এলাকার মৃত হেলাল বয়াতির ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে গোড়াই মইশাল পাড়া থেকে একদল যুবক ইঞ্জিনচালিত নৌকাযোগে বাসাইলের বাসুলিয়া ঘুরতে যান। বাসুলিয়া থেকে রাত আটটার দিকে গোড়াই ফিরেন তারা। গোড়াই মইশালপাড়া বিলে পৌঁছালে নৌকা থেকে সুজন পড়ে যান এবং নিখোঁজ হন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত ও শনিবার সকালে খুঁজে না পেয়ে ডুবুরিদল চলে যান।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়োত হোসেন বলেন, শুক্রবার রাত ও শনিবার সকালে অনেক খোঁজাখুঁজির পরও সুজনকে পাওয়া যায়নি। 

এর আগে গত ১৪ জুন শনিবার সকালে উপজেলার হাঁটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নাজিম সিকদার নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়। ২৪ ঘণ্টা পর নদীতে তার লাশ ভেসে উঠে।

আরও পড়ুন

×