পতাকা বৈঠকের পর চার বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি: সমকাল
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৯:৫২
কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর চার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। শনিবার সন্ধ্যার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকার কৈখালীর কালিন্দী নদীর শূন্যরেখায় এ বৈঠক বসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
ওই বৈঠকের পর চারজনকে বাংলাদেশে পাঠানো হয়। তারা হলেন– সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুর আলম (৩৬), তাঁর স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং দুই মেয়ে লাবিবা খাতুন (৬) ও লামিয়া (১৬ মাস)। এই পরিবারের সদস্যদের দাবি, বৈধভাবে চিকিৎসার জন্য ভারতে যান তারা। সেখানে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
মোহাম্মদ নুর আলমের ভাষ্য, চিকিৎসার জন্য তারা আড়াই বছর আগে ভারতে গিয়েছিলেন। সেখানে অবস্থান করে চিকিৎসার পরামর্শ থাকায় ফিরতে পারেননি। এরই মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। চার দিন আগে তাদের কেরালা থেকে আটক করা হয়। শনিবার সীমান্তে এনে বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তারা কোনো দুর্ব্যবহারের শিকার হননি।
বৈঠকে অংশ নেওয়া বিজিবি নায়েক সুবেদার মো. তোফায়েল আহমেদের ভাষ্য, বিএসএফ চার বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করেছে। শনিবার রাত ৮টার দিকে তাদের শ্যামনগর থানায় সোপর্দ করেন।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যার ভাষ্য, সংবাদ পেয়ে ওই চারজনের স্বজন থানায় আসেন। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছেন।